চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আপনাকে স্বাগতম
সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ-
আস্সালামু আলাইকুম।
সময়ের বিবর্তন আর কালচক্রের আবর্তনে আপনাদের কোমলমতি শিশুর নিয়ে আমরা নতুন বছর শুরু করতে যাচ্ছি। আর বিশ্বাস করি এ যাত্রায় আপনাদের সম্পৃক্ততা আপনার সন্তানের সাফল্যসহ বিদ্যালয়ের সার্বিক কল্যাণে অমূল্য অবদান রাখবে। আপনারা হয়তাে অবগত আছেন যে, দেশের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি তার অতীত গৌরব উত্তরােত্তর সমৃদ্ধি লাভের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় কেবল একটি বিদ্যালয় সক্রিয় হতে পারে। তাই সন্তানকে স্নেহ-কোমল দৃষ্টির মধ্যে রাখুন। শাসনে-সােহাগে ওদের কচিমনকে সুষমভাবে গড়ে তুলুন।
সিলেবাসটি প্রণয়ন করার ক্ষেত্রে গতানুগতিক ধারার পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মােতাবেক বাজারের কোন বই নির্দিষ্ট করে দেয়া হয় নাই। কেবরমাত্র গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমােদিত বই অনুসরণ করা হয়েছে। সিলেবাসটি বিশ্লেষণ করলে সহজেই বুঝতে পারবেন, নিয়মিত ক্লাসে উপস্থিত ছাড়া ছাত্র ভালাে ফলাফল করতে সক্ষম হবে না। অনুগ্রহপূর্বক যােগাযােগ রাখুন বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে। বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে ওদেরকে সাহায্য করুন।
এ শিক্ষা প্রতিষ্ঠানটি আপনাদের। আপনাদের সক্রিয় সহযােগিতার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক মানােন্নয়ন সম্ভব। আসুন আমরা সবাই মিলে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলি এবং আপনার প্রাণাধিক সন্তানটির কাঙ্খিত , ভবিষ্যত নির্মাণে সচেষ্ট হই। সর্বশক্তিমান স্রষ্টা আমাদের সহায় হােন।