WhatsApp Image 2025-11-17 at 13.26.35_75428d34
WhatsApp Image 2025-11-17 at 13.26.36_4dbcdb34
WhatsApp Image 2025-11-17 at 13.26.36_f2f92f5f
WhatsApp Image 2025-11-17 at 13.26.37_07caf02b
8500cf4c-7174-4a4e-9d9f-c030855338b0
Untitled design
WhatsApp Image 2025-02-05 at 2.22.58 PM (2)
WhatsApp Image 2025-02-05 at 2.22.58 PM
WhatsApp Image 2025-02-05 at 2.22.59 PM
WhatsApp Image 2025-02-05 at 2.22.58 PM (1)
previous arrow
next arrow

চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় আপনাকে স্বাগতম

চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কুষ্টিয়া সদরের প্রাণকেন্দ্র এন এস রোডে অবস্থিত।এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত। এটি কুষ্টিয়া জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। কতিপয় শিক্ষানুরাগীর সমন্বয়ে গঠিত ‘ম্যানেজিং কমিটির - মাধ্যমে সুষ্ঠভাবে পরিচালিত এক আদর্শ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠাকাল থেকে এ যাবৎ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে একটি শিশু ৬ষ্ঠ থেকে ১০ম শেষ করে স্বনামধন্য বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পায়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যারয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে কর্মজীবনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার ইতিহাস রয়েছে।